নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আল-আমিন জামে মসজিদের কমিটি গঠন নিয়ে মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। সাবেক কমিটিকে বাদ দিয়ে মনগড়া কমিটি করায় উক্ত এলাকায় এ উত্তেজনা দেখা দেয় । এ ঘটনায় আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি নেতৃবৃন্দ কুচক্রি মহলের মনগড়া কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার (১৪ মে) দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানা ওসি বরাবর স্মরকলিপি প্রদান করেছে।
বন্দর আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি নেতৃবৃন্দ স্মরকলিপিতে উল্লেখ্য করেন, আমরা বন্দর আমিন আবাসিক এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে বিগত ১০ বছর যাবৎ আল- আমিন জামে মসজিদ প্রতিষ্ঠা করে পঞ্চায়েত কমিটি পরিচালনা করে আসছে। কমিটি মেয়াদ শেষ হওয়াতে গত ৪ এপ্রিল আলোচনা ভিত্তিতে মোতয়াল্লী আলহাজ্ব হাবিবুর রহমান নতুন কমিটি নবায়ন করেন। উক্ত কমিটিতে হাজী মো. মোজাম্মেল হক মোল্লাকে সভাপতি ও শাহজাহানকে সাধারন সম্পাদক করে ৫৪ বিশিষ্ট একটি কমিটি অনুমদন করেন। এবং ৪৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অতি দুঃখের বিষয় র্দীঘ ১০ বছরের মোতওয়াল্লীকে বাদ দিয়ে নতুন ভাবে মোতওয়ালী নিয়োগ করে মোজাম্মেলকে সভাপতি ও মো. লুৎফর রহমানকে সাধারন সম্পাদক করে একটি ত্রুটিপূর্ন কমিটি ঘোষনা দেন। যার কারনে স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে। আল-আমিন জামে মসজিদের প্রকৃত মোতয়াল্লী ও প্রকৃত কমিটি কে তার তদন্ত করে মসজিদ ও স্থানীয় এলাকায় শান্তি পূর্ন পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবিনয় অনুরাধ জানাচ্ছি।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী কাছে স্মরক লিপি তোলে দেয় আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো. শাহজাহান, আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, মো. আক্তার হোসেন, আলহাজ্ব মো. আমজাদ হোসেন, কাজী মো. আলী, মো. জাকির হোসেন, হাজী মোহাম্মদ আলী, মো. ফারুক ও জিয়া উদ্দিন প্রমুখ।