নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১২ মে) রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে ধর্ষক ইয়াছিনসহ তার তিন সহযোগীকে আসামি করে মামলা করেছেন। ইয়াছিন স্থানীয় নোয়াপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বিবরণে বলা হয়েছে, চার বছর আগে ওই নারী তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে। এরপর থেকে সে বাবার বাড়ি স্থানীয় নোয়াপাড়ায় বসবাস করে আসছেন। এরই মধ্যে প্রতিবেশী যুবক ইয়াছিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এখন বিয়ের চাপ দিলে তাতে সে অস্বীকৃতি জানায়। স্থানীয় বিচার সালিশে বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেন।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।