শাকিব-ববির যে গান ভাইরাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ঢালিউড সুপারস্টার শাকিব খান আর উঠতি নায়িকা ববি অভিনীত (নোলক) ছবিটি নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এর আগেই দর্শক টানতে ছবিটির একটি গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে। (শীতল পাটি) শিরোনামের গানটির দৃশ্যায়ন একেবারেই গ্রামীণ আবহে। ইউটিউবে ছাড়ার পর গানটি বেশ সাড়া ফেলেছে।

গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।গানটিতে শাকিব-ববির রসায়ন বেশ জমে উঠেছে। দুজনের নাচের প্রশংসা করেছেন অনেকে। গানের কথার সঙ্গে দৃশ্যায়নের মিল আছে। সব মিলিয়ে গানটি এখন দর্শকদের মুখে মুখে।

শাকিব-ববি ছাড়াও (নোলক) সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুল আলম সাচ্চু, নিমা রহমান ও কলকাতার রজতাভ দত্ত।

add-content

আরও খবর

পঠিত