রূপগঞ্জে মাদক ও জঙ্গি বিরোধী অভিযানে আটক-১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মাদক বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে মাদক ও জঙ্গি তৎপরতা বাড়তে পারে। এজন্য এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ অভিযানে সাধারন মানুষ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন ধরা পরে সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

অভিযানে নারায়ণগঞ্জ সি-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ভুলতা ফাড়ির ইনচার্জ রফিকুল হক, চনপাড়া ফাড়ির ইনচার্জ মনির হোসেনসহ প্রায় ৫০ পুলিশ সদস্য। অভিযানে মাদক সেবনকারী, মাদক বিক্রেতা ও জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকা সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত