নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : এপিল মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৬৬টি। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন আইনে ২টি, ধর্ষন ২টি, অপহরণ ১টি, চুরি ২টি, সড়ক র্দূঘটনা আইনে ১টি, মাদক মামলা ৪৩টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১৫টি। তবে এপ্রিল মাসে বন্দর থানায় হত্রা, ডাকাতি বা পুলিশ আক্রান্তের কোন মামলা দায়ের হয়নি।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম জানিয়েছে, বন্দরে সার্বিক পরিস্থিতি অনেক ভালো। তবে বন্দরে মাদক ব্যবসায়ী সংখ্যা অনেক বেশী। এপ্রিল মাসে বন্দর থানা দায়েরকৃত ৬৬টি মামলার মধ্যে ৪৩টি মামলা মাদকের। আমরা এপ্রিল মাসে ৪৩টি মাদক মামলায় ৩ হাজার ১শ ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১ কেজী ৫০ গ্রাম গাঁজা, ৭ ক্যান বিয়ার, ৩৫ বোতল ফেন্সিডিল, হেরোইন ১ গ্রাম ও ৪ লিটার চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা ৬৬টি মামলায় ৬৮ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। এ ছাড়াও বিভিন্ন সাঁজাপ্রাপ্ত ৫ জন ও সিআর ওয়ারেন্টে ২০ জন এবং জিআর ওয়ারেন্টে ৩৮ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।