নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারের কালাপাহাড়িয়া মধ্যচরের আলোচিত রোজিনা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) নিজ বাড়িতে থেকে তাদের জেলা সিআইডি পুলিশ গ্রেফতার করে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারা হলো, একই এলাকার আনসর আলীর ছেলে মালেক ও হক মিয়ার ছেলে জাইদুল।
কালাপাহাড়িয়ায় মেঘনা নদীতে জোংড়া (চাঁই) পাতাকে কেন্দ্র করে এলাকায় ২০১৮ সালের ৮ জুলাই সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে সুজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা মারা যায়।
নিহত সুজন ওই এলাকার আবুল হাসেমের ছেলে। নিহত রোজিনা ওই এলাকার বাবুলের স্ত্রী। এ ঘটনায় পাল্টাপাল্টি দুইটি হত্যা মামলা হয়েছে।