নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মদনপুর বাস্ট্যান্ডে পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার ফুলহর এলাকায় আমির গ্রুপ ও চাঁনপুর এলাকার খলিল মেম্বার গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ বাস স্ট্যান্ডে অবস্থান করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গত কয়েক মাস পূর্বে বন্দরের মদনপুরে জাপা নেতা আমির গ্রুপ বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে আওয়ামীলীগ নেতা খলিল মেম্বারকে হত্যার জন্য কুপিয়ে আহত করে। খলিল মেম্বার হাসপাতালে থাকাবস্থায় দুই গ্রুপের সংঘর্ষে বাস স্ট্যান্ড রনক্ষেত্রে পরিনত হয়। ওই সময় র্যাব ও পুলিশ সাজোয়া যান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার কিছু দিন পর আবারও দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় ঘটনায় ২ জন নিহত হয়। সেই চিরপ্রতিদ্বন্দ্বী আমির ও খলিল গ্রুপ সোমবার বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ নিয়ে মুখমুখি অবস্থান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও গোলাগুলি ঘটনা ঘটে।
এ ব্যপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খলিল গ্রুপ ও আমির গ্রুপ মদনপুর বাস স্ট্যান্ডে আসলে উভয়ে মধ্যে গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সন্ত্রাসীরা পুলিশ দেখে পালিয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাস স্ট্যান্ড পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।