নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে ওই গ্রামের হাজী আবদুর ছবুরের দুই ছেলে আবু ছিদ্দিক ও আলাউদ্দনের মধ্যে মুরগি ব্যবসায়ীদের গাড়ি বাড়িতে রাখাকে কেন্দ্র বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আলাউদ্দীনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ভাই আবুছিদ্দিক ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। হামলায় আবুছিদ্দিক (৫৫) তানজিলা (১৮) ফারুক (১৬) আছিয়া (৪০) আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্বার করে আড়াইহাজার উপজেলা সাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
আহত আবুছিদ্দীক জানান, আমার ভাইয়ের মুরগির ফার্ম থেকে মুরগি ক্রয়ের জন্য ব্যবসায়ীরা গাড়ি নিয়ে আমার বাড়িতে রাখে, আমার বিবাহের উপযুক্ত দুইজন মেয়ে আছে, বাহিরের লোকজন আসার কারনে তাদের চলাফেরার সমস্যা হয়। আমার বাড়ীতে গাড়ি রাখতে নিষেধ করায় আলাউদ্দীন আমার পরিবারের উপর হামলা চালিয়ে আমার বসত ঘর ভাংচুর করেছে। এর পুর্বেও আলাউদ্দীন কয়েক দফা আমার পরিবারের উপর হামলা চালিয়েছে।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত আভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।