নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে গোলাম মোস্তফা নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ঝাউগড়া এলাকার একটি চক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওই এলাকার ঈদ্রীস আলীর ছেলে।
আড়াইহাজার থানার সহকারী উপ পারদর্শক (এএসআই) আমিনুল জানান, গোলাম মোস্তফা ২০১৩ সালে সংঘটিত একটি ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ওই ওয়ারেন্টের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।