অন্যায়ের কাছে মাথা নত করবো না : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে অনেক খেলা হচ্ছে। প্রত্যেকটা খেলার জবাবও আমার কাছে আছে। অনেক কিছুর ডকুমেন্টও আছে। কিন্তু প্রকাশ করছি না। ধৈর্য ধরছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, সে যেই হউক, আমি ন্যায্য কথা বলতে আসছি। শনিবার (২০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে রূপায়ন টাউনে ফ্ল্যাট মালিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাঁটানো ফেস্টুন ব্যানার দেখিয়ে তিনি বলেন, এই পোষ্টার ফোষ্টার সব নামায় ফালান, এই গুলা দরকার নাই, এই গুলা আমাদের কোনো কাজে লাগবে না। অনেকেই আছে আমাদের নাম ভাঙ্গাইয়া অনেক কিছু কইরা ফালায়, আমরা জানিও না। তিন পুরুষ ধরে আমরা নারায়ণগঞ্জে কাজ করতাছি।

স্থানীয়দের আশ্বস্ত করে তিনি বলেন, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যারা এইখানে বাইরের দই চারজন লোক আছেন, আল্লাহর নামে কসম খাইয়া বলতাছি, খোদার নামে কসম খাইয়া বলতাছি আমি শামীম ওসমান, এই তল্লাতে আইসা যদি কেউ এমন কোনো কর্মকান্ড করে যার কারণে আমার মেয়েরা ভয় পায়-আমি রাস্তায় নামবো কিনা, কোনো মুরুব্বী ভয় পায়- আমি অসম্মানিত হবো কিনা কিংবা কেউ যদি ভয় পায় যে, আমি এই এলাকায় সুন্দরভাবে থাকতে পারবো কিনা- আমি তার বুকের মধ্যে হাত দিয়া বুকের পাটা ছিড়া ফালামু, তাকে ছাড়বো না। এটা আমার ওয়াদা যদি আমি বাঁইচা থাকি।

তিনি আরো বলেন, পরিবেশ সুন্দর করতে হলে আমরা একটা সার্পোট দরকার। কার সাপোর্ট? আপনাদের সাপোর্ট। একটা কমিটি দাঁড় করান আমি আপনাদের চ্যালেঞ্জ কইরা দিতাছি, এই কমিটির কথার বাইরে কোনো বাপের ব্যাটার সাহস হবে না কথা বলার।

add-content

আরও খবর

পঠিত