নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার ভূইগড়ে রূপায়ন টাউনের ফ্ল্যাট বাসিন্দাদের উপর হামলার অভিযোগ উঠেছে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ সহ ৪ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই ঘটনায় আবু সাঈদ পাটোয়ারী ও আশরাফ সিদ্দিকী নামের দুইজন পৃথকভাবে বাদী হয়ে ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। পৃথক দুটি মামলায় অভিন্নভাবে নাজিমউদ্দিনকে প্রধান বিবাদী করা হয়েছে। এছাড়া অন্যরা হলেন সোহেল ভান্ডারী, সুমন, আকাশ, কাজল, শিপু, মনির, কায়েস, কাজল, শাওন, মুগ্ধ, পুলক, বাবুল।
অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাজিমউদ্দিনের নেতৃত্বে উল্লেখিত ১৩ জন সহ আরো ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী দফায় রূপায়ন টাউনে ঢুকে প্রথমে আবু সাঈদ পাটোয়ারীকে মারধর করে। ওই সময়ে ক্যামেরা, মোবাইল, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। পরবর্তীতে আশরাফ সিদ্দিকীর ভাই আবুল কালাম আজাদকেও মারধর করা হয়।
এদিকে শিক্ষকের উপড় হামলার ঘটনায় নাজিম উদ্দিন ও তার বাহিনীর শাস্তির দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আহতদের স্বজন ও রুপায়ন টাউনের সকল ফ্ল্যাট মালিকরা। শুক্রবার (১৯ এ্প্রির) জুম্মার নামাজরে পর রুপায়ন টাউনের ভীতরে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
নাজিমউদ্দিন জানান, আমি রূপায়ন টাউনের উপদেষ্টা। বৃহস্পতিবার রূপায়ন টাউনে দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনার পর আমি মিমাংসা করে দেই। কারো সঙ্গে তো আমার মারধর কিংবা মারামারি হয়নি। আমার বিরুদ্ধে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা রটনা রটাচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম উদ্দিন জানান, নাজিমউদ্দিন সহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।