নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিকাশ অ্যাকাউন্টের এজেন্টের কাছ থেকে হাতিয়ে নেওয়া ১৭ লাখ টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের সেলস অফিসারকে ২৪ ঘন্টা পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তাকে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা হয় টাকা রাখার খালি ব্যাগ। গ্রেফতারকৃত সজিব সরকার ভুলতার মিঠাবো এলাকার নাজিমউদ্দিন সরকারের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক জোবায়ের মৃধা মামলার এজাহারের বরাত দিয়ে জানান, সজিব সরকার বিগত ১৬ সালের জুলাই মাসে বিকাশ কোম্পানীর মুড়াপাড়াস্থ জামাল এন্ড কোম্পানী-৩ এর ম্যানেজার রুবেল অধিকারীর অধীনে সেলস অফিসার অফিসে নিয়োগ পান। তাকে হাটাব থেকে কাঞ্চন বাজার পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিনের মতো গত ১৭ এপ্রিল বিকাশের এজেন্টদের কাছ থেকে ১৭ লাখ টাকা তুলে আত্মসাৎ করে উধাও হয়ে যায়। পরে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে উধাও হওয়ার ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে তাকে বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা হয় মোবাইল ও টাকা রাখার খালি ব্যাগ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।