ওস্তাদ আঘাত করলে কিছু হয়না !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতনিধি ) : রূপগঞ্জের পাঁচাইখা এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পাঁচাইখা দারুল উলুম হেফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পাঁচাইখা দারুল উলুম হেফজ মাদরাসার সভাপতি আব্দুর রহিম জানান, হেফজ বিভাগের শিক্ষক আড়াইহাজার বাইলা পাড়া এলাকার  হাবিবুর রহমান এই মাদরাসায় বেশ কয়েকবার ছাত্রদের নির্যাতন করে আসছে। এমন অভিযোগের পর ঘরোয়া শালিসে  পরিচালনা কমিটিকে আর কোন দিন শিশুদের নির্যাতন করবে এমন লিখিত দিয়ে বহাল থাকে।

তবু  তার ছেলে হুজাইফা (১১) হেফজ বিভাগে লেখাপড়া করাকালীন  প্রতিদিনের মতো  বৃহস্পতিবার  রাতে হেফজখানায়  দুষ্টুমির অভিযোগ দিয়ে  ওই মাদরাসা শিক্ষক হাবিবুর রহমান তার ছাত্র  হুজাইফাকে (১১) বেঁধড়ক  পেটায়। এ সময় হুজাইফাকে বেত দিয়ে  মাথায় আঘাত করে। পরে জ্ঞান হারিয়ে ফেললে অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে হুজাইফার পরিবার তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  ভর্তি করে। এ ঘটনায় থানা পুলিশকে জানালে অভিযুক্ত শিক্ষক হাফিজুরও মাদরাসার বাবুর্চি থানায়  অভিযোগ করলে  হত্যার হুমকি দেয়। শুধু তাই নয়; ওস্তাদ আঘাত করলে কিছু হয়না বলে গ্রামবাসীকে ক্ষেপিয়ে তুলে ওই পক্ষ। এতে  বিচার চেয়েও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতনের শিকার হুজাইফার পরিবার।

রূপগঞ্জ থানার অফিসার ইন্সপেক্টর তদন্ত এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

add-content

আরও খবর

পঠিত