নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানাধীন হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর যৌথ আয়োজনে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষে মাদকের অপব্যবহার, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. ক. ম নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সকলকে অংশীদার হয়ে মাদক থেকে দূরে থাকতে হবে এবং সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধে ছাত্র/ছাত্রীদের এগিয়ে আসতে হবে।
অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান বলেন, সরকারের উন্নয়ন ভাবনা ও দেশের অগ্রগতিতে আমরা পিছিয়ে থাকতে চাই না। সকলের সমন্বয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম। তিনি বলেন, সরকারি চাকুরীতে যোগ দিতে গেলে সকলকে ডোপ টেস্ট এর মাধ্যমে মাদক পরীক্ষা করা হবে। ডোপ টেস্টে ধরা পড়লে তাদের আর চাকুরী হবে না। তাই সকলকে মাদকমুক্ত থাকতে হবে এবং সচেতন হতে হবে।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. রেহানা বেগম ও হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ গনি। অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী ও অভিভাবক মহলের উপস্থিতিতে সভার শেষপ্রান্তে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।