নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অগামীকাল শুক্রবার (১২ এপ্রিল) নাঙ্গলবন্দের ব্রক্ষপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব শুরু হচ্ছে । এ উপলক্ষে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও স্নান উৎসব উদযাপন কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। উৎসবে বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক তীর্থ যাত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবছর তিথি অনুযায়ী স্নানের লগ্ন শুরু হবে আগামীকাল শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫ মিনিটে, লগ্ন শেষ হবে পরদিন শনিবার সকাল ৮টা ৫৫ মিনিট ২২ সেকেন্ডে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এখানে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
লাঙ্গলবন্দে স্বাস্থ্য সেবার প্রস্তুতি নিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির বলেন, লাঙ্গলবন্দে প্রতিনিয়ত ভক্তদের সমাগম রয়েছে। তাদের তাতক্ষণিক সেবার জন্যে লাঙ্গলবন্দে ৫ টি মেডিকেল টিম ও সোনারগাঁর দিকে ১ টি মেডিকেল টিম নিযুক্ত করা হয়েছে। প্রতিটি টিমে প্রতিনিয়ত ১ জন ডাক্তার, ২ জন সহকারী থাকবে। সকাল, দুপুর ও রাতে এই তিন সিফটে টিম কাজ করবে। যেকোন সময় তারা সাহায্য করতে পারবে।
তিনি আরও জানান, লাঙ্গলবন্দে ১০ শয্যা বিশিষ্ট ২ টি অস্থায়ী হাসপাতাল করা হয়েছে। এতে বিভিন্ন রোগের জন্যে প্রয়োজনীয় সরঞ্জামে সমৃদ্ধ করা হয়েছে। এছাড়াও ৭টি এম্বুলেন্স নিযুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, স্নানোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের দুইদিন এলাকায় ১৬শ পুলিশ মোতায়ন করা হবে। এছাড়া ৮টি ওয়াচ টাওয়ার ও ৩৭টি সিসি টিভি ক্যামেরার মাধ্যমে ঘাট ও রাস্তা নজরদারীর আওতায় রাখা হবে। একটি টিম সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করবে।এর জন্য একটি মনিটরিং রুম ও সাংবাদিকদের জন্য একটি রুম করা হবে। এছাড়াও চেক পোস্ট, নারী পুলিশ ও আনসার থাকবে,যাতে করে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তার প্রয়োজন হলে আরও পুলিশ মোতায়ন করা হবে।