নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বলকারীর আরেক নাম হাফেজ আবু রায়হান। ১৮ মার্চে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে সে।
অনূর্ধ্ব পনেরো বছর বয়সিদের নিয়ে আয়োজিত সপ্তাহ ব্যাপী কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে।
১২ বছর বয়সি হাফেজ আবু রায়হান মাত্র আট বছর বয়সে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে। খুদে এই হাফেজ আড়াইহাজারে অবস্থিত মুফতি আবদুল কাইয়ুম প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসলামিয়া একাডেমি শিক্ষার্থী। বড় হয়ে বিশ্বব্যাপী কোরআনের আলো ছড়াতে চায় সে।
হাফেজ আবু রায়হান আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে রায়হান মেঝো। তার পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আড়াইহাজারের কৃতিমুখ হাফেজ আবু রায়হান আড়াইহাজারবাসীর গর্বের ধন। স্থানীয় এমপি আলহাজ্ব নুরুল ইসলাম বাবু হাফেজ রায়হানের সকল দায় দায়িত্ব নিয়েছেন।