নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, প্রশাসনের কাছে অনুরোধ রইল। আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব রাজনীতি নয়। সমাজে যারা জানে, জ্ঞানি, গুনি ইতিহাস জানেন। তাদরে সাথে কথা বলে সমস্যা সমাধান করা। বিনিত অনুরোধ রাখলাম পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে। আইন, আইনের মত চলবে। কোন পক্ষ নিবে না। কেউ এখানে স্থায়ী আসেন নাই। আজকে হলে যেতে হবে না হলে তিন বছরের মধ্যে যেতে হবে। আসুন বসি নারায়ণগঞ্জ মানুষকে শান্তি দেই। সামনের দিনগুলো আনন্দে পালন করি। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারী কর্মকর্তাদের কাছে অনুরোধ করে সেলিম ওসমান আরো বলেন, অন্য ডিস্ট্রিক আর নারায়ণগঞ্জ এক না। কখনই এক হতে পারে না। আমি বহুত দেখাইছি, যে সরকারের দল নারায়ণগঞ্জ থেকে জন্ম নিয়েছে। ভাষা আন্দোলনের সূচনা এ নারায়ণগঞ্জ থেকেই। ইতিহাস ঘাটেন। বিকৃত করবেন না। জিয়াউর রহমানও পারে নাই। ইতিহাস বিকৃত হয় না। প্রেম আর ধোয়া কখনো চেপে রাখতে পারবেন না। ও বেরিয়েই আসবে। আমরা শুধু ভয় পাই। এই ভয়ে পড়বেন না। আপনারা সবাইরে সবাইকে জাগ্রত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মো. মোহসিন, মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, রণজিৎ মোদক, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ।