এমপি সেলিম ওসমানের আক্ষেপ : মেয়র ভালো কিছু বলেনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, হতে পারে শামীম ওসমান আমার ছোট ভাই। কিন্তু সে কিন্তু আমার পাশ্ববর্তী সংসদ সদস্য। অবশ্যই কোন মন্ত্রী যদি যায়, আমাকে মাননিয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪, বলতে হবে। আমাদের ভিতর যতই গন্ডগোল থাকুক না কেন, বলতেই হবে মাননিয় মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। তবে আজ পর্যন্ত মেয়র কিন্তু আমার সম্পর্কে ভালো কিছু বলেনি। সম্পর্ক ঠিক করতে হবে। রাখতে হবে।  রবিাবর (৭ এপ্রিল) সন্ধ্যায় চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে সেলিম ওসমান আরো বলেন, আমি জন্মের পরে দেখেছি, আগে চেষ্টা করা হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে রায়েট লাগিয়ে ধ্বংস কেরে দিতে। আমার বাবাকে দেখেছি সুন্দরী লাঠি দিয়ে এ সমস্তদের, যারা নাকি এটা সৃষ্টি করতেন তাদেরকে প্রতিহত করেছেন। কারা করতে চেয়েছেন যদি নাম বলি তাহলে আমি দোষী হয়ে যাবো। কারা পুকুর দখল করেন? আপনারা জানেন বলতে ভয় পান।কাদের মাধ্যমে হিন্দু প্রোপার্টির মালিক হয়ে গেছে। সুতরাং তারা আমাদের খুনি বলবেন না তো কে খুনি বলবেন? খুনি আমরা তাদের জন্য খুনি। আরে আপনারাই হাকিম, হুকুম, আপনারাই পুলিশ? আপনারাই বলেন, একবার এই ভাই মারছে, আরেকবার ওই ভাই মারছে। বিষয়টি কি? আপনারা যারা খুন করছে তাদের আড়াল করে দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত