ফতুল্লায় ১২টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লার পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১২টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৭ এপ্রিল) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফতুল্লার বক্তাবলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী তানভীর আহমেদ, নারায়ণগঞ্জের উপ-পরিচালক নয়ন মিয়া ও র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

নারায়ণগঞ্জ উপ-পরিচালক নয়ন মিয়া জানান, নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় ১২টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার ইট এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত