নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বেকার স্বামীকে কাজের জন্য চাপ প্রয়োগ করায় কোদাল দিয়ে ফাতেমা বেগম নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে পাষন্ড স্বামী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝিনা নদীর পাড় এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধু ফাতেমা বেগম কুমিল্লা জেলার বড়–রা থানার শ্রীপুর এলাকার শাহেব আলীর মেয়ে।
থানায় দেওয়া গৃহবধু ফাতেমা বেগমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১১ বছর আগে ফাতেমার সঙ্গে মাঝিনা নদীর পাড় এলাকার মৃত সোনুল্লার ছেলে ফালাইন্না মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ফারিয়া (৯) ও ফাহিম (৫) নামের দুটি সন্তান রয়েছে। বেশ কয়েক মাস ধরেই স্বামী ফালাইন্না কোন কাজকর্ম করেনা। বৃহস্পতিবার দুপুরে স্বামীকে কাজের জন্য চাপ প্রয়োগ করে স্ত্রী ফাতেমা। একপর্যায়ে ঘরে থাকা কোদাল দিয়ে পাষন্ড স্বামী ফালাইন্না ফাতেমাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।