আড়াইহাজারে প্রধান শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে এক প্রধান শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় ৬১ নং বড়বিনাইর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারিদা খাতুন।

সোমবার রাতে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৬০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৬ লাখ টাকার মাল মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিলে তিনিসহ তার ছেলে সিহাব ও সাহেদকে মারধর করা হয়। স্থানীয় বড়বিনাইর চরের বাঁশতলা ঘাট নামক এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, রাত ২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল মুখোশ পরিহিত ডাকাত প্রধান শিক্ষিকার বাড়িতে হানা দেয়। পরে তারা বিল্ডিংয়ের গ্রিল কেঁটে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে হাত-পা বেঁধে ফেলা হয়। আলমারিতে থাকা ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৬০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৬ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে যায়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কেউ অভিযোগ দিলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত