নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনিতসহ ২৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নি অফিসার ফারহানা ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা হলেন, কায়েতপাড়ায় আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভোলাবতে আবুল হোসেন খাঁন, ভুলতায় ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইলে আলহাজ্ব মনজুর হোসেন ভুইয়া, মুড়াপাড়ায় তোফায়েল আহাম্মেদ আলমাছ ও বিএনপি মনোনিত প্রার্থীরা হলেন, ভোলাবতে আলী হোসেন টিটু, মুড়াপাড়ায় আব্দুল মান্নান পারভেজ, গোলাকান্দাইলে গোলাম মোস্তফা, কায়েতপাড়ায় অ্যাড. গোলজার হোসেন ও ভুলতায় আব্বাস উদ্দিন ভুইয়া। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৫৪ জন ও সদস্য পদে ১৯৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাচাই, প্রত্যাহার ৬ এপ্রিল, প্রতিক বরাদ্দ ৭ এপ্রিল ও নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।