নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : মহান স্বাধীনতা দিবসের মার্চ মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৭০টি। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ৫২টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২টি, ধর্ষন মামলা ২টি, চুরি মামলা ২টি,অপমৃত্যু ১টি, ও অন্যান্য মামলা হয়েছে আরো ১২টি। তবে মার্চ মাসে বন্দর থানার কোন হত্যাকান্ডের ঘটনা ঘটেনি।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় রুজুকৃত ৫২টি মাদক মামলায় ৮০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক উদ্ধার হয়েছে ৫হাজার ৭শ ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ১২লিটার মদ ও ৬ গ্রাম হেরোইন।
বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ জিআর মামলার ওয়ারেন্টে ৪৩ জন ও সিআর মামলার ওয়ারেন্টে ২০ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মহান স্বাধীনতার মার্চ মাসে বন্দর থানায় মাদক মামলা ৫২টি রুজু হয়েছে। বন্দর থানা পুলিশ পেশাদারিত্বের সহিত কাজ করছে। আমরা চেষ্টা করছি বন্দর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য। এ জন্য সকলের সহযোগীতা অপরিহার্য্য।