শাহজালাল বিমানবন্দরে ৪ রোহিঙ্গা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪ রোহিঙ্গা যাত্রীকে আটক করেছে বিমান বন্দর আর্মড পুলিশ। ৩১ মার্চ রবিবার সকাল ১১টার সময় বহিরাগমন টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়।

বিমান বন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর হোসেন জানান, সকালে ইন্দোনেশিয়া যাবার উদ্দেশে বিমান বন্দরে আসে ৩ নারীসহ এই ৪ রোহিঙ্গা। তাদের দুপুর ১২টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিল। বিমান বন্দরে সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দেখা যায় তারা সবাই বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন।

তিনি জানান, রোহিঙ্গা যাত্রী আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) এবং আমেনা বেগম (২৬) ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমান বন্দরে এসেছিলেন। পরে তাদের আটক করা হয়। তারা সবাই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত