নারায়নগঞ্জ র্বাতা ২৪ : নারায়নগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকাস্থ তোলারাম কলেজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে শিবির নেতা সাফায়েত উল্লাহ্কে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার ২০ ডিসেম্বর ১০.৩০ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১ অএ কোম্পানীর আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে এ.এস.পি শাহ্ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নারায়নগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন আশরাফ হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে শিবির নেতা সাফায়েত উল্লাহ্ (২৭) পিতা-মৃত আতাউর রহমান, সাং বারইচতল, থানা-বেগমগঞ্জ জেলা-নোয়াখালী আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং ৪২ তাং ২২/০৫/২০১৩ ধারা ১৪৩/৩২৩/৩৩২/৩৫৩/৪২৭ দঃবি জিআর নং ৮৪৭/১৩, বেগমগঞ্জ থানার মামলা নং ১৪ তারিখ ১০/১১/২০১৩ খ্রীঃ ধারা ১৪৩/১৪৭/১৪৮/৪৪৭/৩২৩/৪২৭/৩৫৩/৩৩২/১৪৯ জিআর- ২০৬৮/১৩, বেগম থানার মামলা নং ০১-তারিখ ০১/৮/২০১৪ খ্রীঃ ধারা ১৪৩/৩২৩/৫০৬ জিআর নং ১৩৭৩/১৪ সংক্রান্তে ওয়ারেন্ট মূলতবি আছে। তাছাড়া জিআর-১২৭০/০৯ বেগমগঞ্জ থানার মামলা নং ১৮ তারিখ ২২/১১/২০০৯ খ্রিঃ ধারা-বিষ্ফোরক দ্রব্যাদি আইন ০৩ ধারা,জিআর-১১৩১/১৩ বেগমগঞ্জ থানার মামলার নং ০৩ তারিখ ০১/৭/২০১৩ থ্রিঃ ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ১০/১৩ মামলার এজাহার নামীয় ২ নং আসামী, মতিঝিল থানার মামলা নং ১৯ তারিখ ১৯/৫/২০১৪ খ্রিঃ ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইন ২০০৯ এর ৩/৬ ধারা চার্জশীট ভুক্ত ০৭ নং আসামী সিএস নং১১২ তারিখ ৩১/০৫/২০১৫ ঘটনাস্থল-মতিঝিল শাপলা চত্বর। ঘটনাস্থল হইতে গ্রেফতার হইয়া ১৫ দিন জেল খেটে বিজ্ঞ আদালত হইতে জামিন লাভ করেও একাধিক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে মোট ০৮ টি নাশকতার মামলা সংক্রান্তে তথ্য পাওয়া গেছে তন্মমধ্যে ০৩ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। নোয়াখালী, লক্ষ্যিপুর, নারায়নগঞ্জ, ঢাকা মহানগরী ও আশ-পাশ জেলায় তার বিরুদ্ধে আরো নাশকতার মামলা থাকার সম্ভাবনা আছে। আসামী জামাত-শিবিরের একজন সক্রিয় কর্মী। সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের লক্ষ্যে বহু নাশকতার সহিত জড়িত আছে মর্মে জানা যায়। নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকার শিবিরের সভাপতি দায়িত্বে থাকিয়া বেগমগঞ্জ, সুধারাম থানাসহ নোয়াখালী জেলার সংশ্লিষ্ট থানা এলাকায় নাশকতা কর্ম-কান্ড পরিচালনা করিয়া আসিতেছে। পূর্বে সে দাড়ি রেখে এলাকায় নাশকতা ও হিংসাত্বক কর্ম-কান্ড চালিয়ে নিজেকে আত্মগোপন করার লক্ষ্যে দাড়ি কমিয়ে ছদ্মবেশ ধারন করে। অতঃপর তার সাংগঠনিক তৎপরতার কারণে ঢাকা কেন্দ্রীয় জামাতের নেতাদের সহিত যোগাযোগ স্থাপন করিয়া বিভিন্ন নাশকতার পরিকল্পনা করিয়া আসিতেছে। সে ছদ্মবেশ ধারন করে তাহার ব্যবহৃত মোটর সাইকেলে press লিখিয়া পরিচয় পত্র বিহীন ভুয়া সাংবাদিক পরিচয়ে আইন-শৃংঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিয়ে বিভিন্ন নাশকতার চক্রান্ত করিয়া আসিতেছে। বর্তমানে শিবির নেতা থেকে পদোন্নতি পেয়ে জামায়েত কর্মী হিসেবে সক্রিয় রয়েছে তার সঙ্গে জামায়েত ও শিবিরের সাথে সম্পৃত্ত থাকা একাধিক বই পাওয়া যায়। সে নারায়নগঞ্জ এলাকায় বিভিন্ন নাশকতা মূলক কর্ম-কান্ডের পরিকল্পনা/ছক আকতে ছিলো এই মর্মে বিশ্বস্থ সূএে জানা যায়। তার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা নারায়নগঞ্জ থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন ।