এবার গুলশানের পুলিশ প্লাজায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে অগ্নিকান্ড লাগার ঘটনা ঘটেছে । সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। রবিবার (৩১ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে পুলিশ প্লাজায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তিনি।

এর আগে বিকালে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই দিনে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

add-content

আরও খবর

পঠিত