বন্দরে হতদরিদ্র ও এতিম শিশুদের বিনামুল্যে গণসুন্নতে খৎনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর শাখার উদ্যোগে হতদরিদ্র ও এতিম শিশুদের বিনামুল্যে গণসুন্নতে খৎনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ সিটি অডিটোরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু। সূন্নতে খৎনার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বামাকা এর সাধারণ সম্পাদক এম আর হায়দারদার রানা।

বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বামাকার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন,সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম টিটু। স্বাগত বক্তব্য রাখেন বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মঞ্জুর হাসান মঞ্জু, নাসিক এর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর, বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার সরদার, আলী আক্কাস মীর, সমাজ সেবক মোখলেছুর রহমান চৌধুরী, মানবাধিকার কর্মী সালিমা হোসেন শান্তা, আলমগীর হোসেন, মফিজ প্রধাণ, আনিসুজ্জামান আনিস, জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরিশেষে মোনাজাত পরিচালনা করেন বন্দর উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও বামাকা এর বন্দর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম।

add-content

আরও খবর

পঠিত