নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আজ রাত পোহালেই আগামীকাল সোনারগাঁ উপজেলা নির্বাচন। নির্বাচন বিধি মোতাবেক প্রার্থীদের প্রচার প্রচারনা শেষ হয়েছে গতকাল রাত ১২টায়। এদিকে প্রচারনা শেষ হওয়ার কয়েক ঘন্টা পূর্বে আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন মুখোমুখি হয়েছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালাম। কথা বলেছেন নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে। আনন্দ টিভির কাছে দেয়া একান্ত স্বাক্ষাৎকারে
মাহফুজুর রহমান কালাম বলেন, সোনারগাঁবাসী শুধু অপেক্ষায় আছে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য। আগামী ৩১ মার্চ সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাবে।
নির্বাচনী প্রচারনায় কোন বাধার সম্মুখীন হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কালাম বলেন, আমার লোকজন যেখানেই প্রচারণা চালাতে গিয়েছে সেখানেই তাদের পেশী শক্তি ব্যাবহার করে প্রচারনা চালাতে বাধা দেওয়া হয়েছে। তবে বাধা দিয়ে তারা আমাদের দাবিয়ে রাখতে পারে নাই। বরং ঘোড়া প্রতীকের গণজোয়ারে নৌকা প্রতীকের প্রার্থী জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জনবিচ্ছিন্ন হয়ে নৌকা প্রার্থীর লোকজন বিভিন্ন গুজব রটিয়ে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে মাহফুজুর রহমান কালাম আনন্দ টিভির এ প্রতিনিধিকে আরো বলেন- আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সারা বংলাদেশে যেখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য চৌকস পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে সোনারগাঁয়েও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচন সারা বাংলাদেশে একটি নজির স্থাপন করবে।
সোনারগাঁয়ের ভোটাররা যেভাবে উজ্জীবিত আগামী ৩১ মার্চ নির্বাচনে ঘোড়া প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার যে বিজ্ঞ প্রশাসন, নারায়ণগঞ্জ জেলার চৌকুশ পুলিশ সুপার, সোনারগাঁয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা অত্যন্ত মেধাবী ও দক্ষ অফিসার, আমি আশা করি তারা এবারের উপজেলা নির্বোচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে একটা নজির স্থাপন করে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করবেন। আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই রূপরেখা বাস্তবায়ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
দুর্নীতি, মাদক ও সন্ত্রাসকে সমাজের কালো ব্যাধি হিসেবে উল্লেখ করে কালাম বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ সমস্ত কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা। তার জন্য যা যা করা সেটা আমাদের করতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে রাস্তাঘাট উন্নয়ণ, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
পাশাপাশি আওয়ামী লীগ সরকারের ইশতেহার অনুযায়ী আগামী ২০২৩ সালের মধ্যে সোনারগাঁ উপজেলায় যুব বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। যেখানে থাকবে বিভিন্ন ইনডোর গেমস এর সুবিধা, মিনি সিনেমা হল, লাইব্রেরি, মাল্টিমিডিয়া সেন্টার, সাহিত্য ও সংস্কৃতি কর্নার, মিনি থিয়েটার ইত্যাদি।