নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : স্নাতকোত্তর পাসের পর ঢাকার বনানীর এফআর টাওয়ারে একটি বিদেশি কোম্পানির চাকরিতে যোগ দেন আমির হোসেন রাব্বি। মা রত্না খাতুন প্রায়ই বিয়ের কথা বলতেন। কিন্তু রাব্বি রাজি হতেন না। মাকে বলেছেন বাবাকে হজ করানো পর পাকা বাড়ি তৈরি করবেন। তারপর ২০২০ সালে বিয়ে করবেন। এমন আশা দিয়েছিলেন মাকে। কিন্তু সেই আশা আর পূরণ হলো না রাব্বির। বনানীর আরএফ টাওয়ারের আগুন সেই আশা পূরণ হতে দিলো না।
আমির হোসেন রাব্বি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক আইয়ুব আলী শেখের একমাত্র ছেলে।
রাব্বির মরদেহ বাড়ি পৌঁছার পর বাবা আইয়ুব আলী কান্নায় ভেঙে পড়েন, আমার আর হজ করা হলো না। আল্লাহ আমার ছেলের ইচ্ছা পূরণ করল না। রাব্বির সহকর্মীদের ফোনের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহতের খবর পায় তার মা বাবা। খবর পেয়ে নিকটতম আত্মীয়রা ঢাকার বনানী এফআর টাওয়ারে গিয়ে মরদেহ সনাক্ত করে।