বনানীতে আগুন : ফেসবুক লাইভে আটকে পড়াদের আকুতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ ভবনের ভেতরে আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছে। এমনই একজন কর্মীর লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, সিড়ির জন্য তারা আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে জানাচ্ছেন।

এদিকে আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ১৭টি ইউনিট। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী।

এদিকে ১১ তলা থেকে কয়েকজনকে লাফ দিতে দেখেছেন। ওই ভবনের সামনের রাস্তায় রক্তও দেখা গেছে। তবে লাফিয়ে পড়া ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ২১ তলা এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

add-content

আরও খবর

পঠিত