নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর কালিবাজারের চারারগোপ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২ টি সেলুন, ২টি খাবার হোটেল, ১টি তুলার দোকানে পুড়ে গেছে। রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের বৈদ্যুতিক তার থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এই ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে।