লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : চাঁদপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর সদরের রামপুর সদর ইউপির রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।

এদিকে, জেলার সাতটি উপজেলায় মোট ৬২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন।

অন্যদিকে, মতলব উত্তরে চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস, মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে এইচএম গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জে চেয়ারম্যান পদে গাজী মাইনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

এছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হচ্ছে।

চাঁদপুরের সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩ শ ৩৪ জন। মোট কেন্দ্র ৬ শ ৪৯টি, বুথ সংখ্যা ৪ হাজার ৪ শ ২৭টি।

add-content

আরও খবর

পঠিত