নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদককে জিরো টলারেন্স নিয়ে আসার ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং মাদক ব্যবসায়ীদের আটক করার দাবিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জে মায়ের ছায়া গ্রুপের উদ্যোগে এক মাদক বিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার বিকালে রুপগঞ্জ থানার সামনে এ মাদক বিরোধী র্যালী ও মানববন্ধন এর আয়োজন করা হয়।
র্যালী শেষে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে তাই সমাজ থেকে চিহিৃত মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের চিরতরে নিমূল করতে হবে। পুলিশের পক্ষে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন, রুপগঞ্জ থানার এস আই মো: জিল্লুর রহমান।
মায়ের ছায়া গ্রুপের চেয়ারম্যান মো: হোসেন মিয়া সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মো: আবু কাউসার, কায়েত পাড়া ইউনিয়ন পরিষদ এর সদস্য জাহানারা বেগম, ৭,৮,৯, নং ওয়ার্ড এর সভাপতি মো: ওমর ফারুক ভুইয়া।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ ও রুপগঞ্জ ক্যাবল অপারেটর মো: বশিরুল ইসলাম মধু, ওয়ার্ড সভাপতি মহিলা লীগ জিনাত জাহান জিসান, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো: রাসেল মিয়া, মো: বাদল মিয়া, মো: আব্দুল রউফ, মো: সোহেল মিয়া, মায়ের ছায়া গ্রুপ এর পরিচালক আাসাদুল, মায়ের ছায়া গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস সহ রুপগঞ্জের প্রায় শতাধিক এলাকাবাসী মাদক বিরোধী র্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।