ভাতিজা আমার রক্ত, শয়তানকে ছাড় দিবেনা সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পরিবারকে ধ্বংসের চেষ্টাকারীদের শয়তান আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, আপনারা আমাদের পরিবারকে সব সময় সম্মান করেছেন। প্রত্যেকটা জায়গাতেই শয়তান কাজ করে। কোন শয়তান কাজ করছে আমার পরিবারকে ধ্বংস করার জন্য। আপনাদের সকলের প্রিয় নাসিম ওসমানের ছেলেকে দিয়েও অনেকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ খুজছেন। তাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমার রক্ত, আমার ভাতিজা। আমি তাকে কিছু বলবো না। কিন্তু যে সমস্ত শয়তানরা আমার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করতেছে আল্লাহ যদি আমার হায়াত আর শরীরে শক্তি রাখেন আজকে পর থেকে আমি আর কাউকে ছাড় দিবো না। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারের রাত্রি কমিউনিট সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে প্রথমবারের মত ঘটা করে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯০ তম জন্মদিন। ২০ মার্চ সকাল ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন দলীয় চেয়ারম্যানকে সম্মানিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা নাসিম ওসমান স্কুল মাঠে জনস্রোত সৃষ্টি করে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থানের জানান দেবেন। আর এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রের শীর্ষ স্থানীয় ও সিনিয়র নেতৃবৃন্দরাও এসে যোগ দিবেন। তবে প্রস্তুতি সভায় সে সকল নেতৃবৃন্দদের নাম উল্লেখ করা হয়নি।

তিনি আরো বলেন, অনেকে আমাদের পরিবারকে খুনি পরিবার বলেন। যারা বলেছেন, আরো বলেন। যারা পোস্টকোয়াটারের ব্যবসা করতো, যারা মাদক বিক্রি করেন আজকে যাদের পেটে লাথি পড়েছে তারা আমাদের পরিবার সম্পর্কে বলবেই। আর অপকর্ম যারা করবে তাদেরকে আমরা ধ্বংস করবো নারায়ণগঞ্জের মানুষদের সাথে নিয়ে। নারায়ণগঞ্জের মানুষই নারায়ণগঞ্জকে পরিচালনা করবে। টেনে খাবো লুটে খাবো সেটা আর হবেনা। সেজন্য আমি বলবো জাতীয় পার্টিকে জেগে উঠতে হবে। আগেও বলেছি এখনো বলছি নারায়ণগঞ্জে জাতীয় পার্টির অফিস হতেই হবে। কমিটি হবে, অফিস হবে আর কোন সময় নষ্ট করা চলবে না।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন, ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন সহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত