নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্জালাল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (১৩ মার্চ) বিকলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাচন রিটানিং কমকর্তা মোহাম্মদ সেলিম রেজার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকালে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র মো.সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র মো. হালিম শিকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহ্জালাল মিয়া আওয়মী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।