নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সামর্থ্য বৃদ্ধিতে কাজ করছে সরকার। এছাড়াও সাম্প্রতিক চকবাজারের অগ্নিদূর্ঘটনা, নৌডুবিসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২নং সেক্টর এলাকায় নিজস্ব কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনিযুক্ত অফিসারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেমন্ত্রী এসব কথা বলেন।এসময় মন্ত্রী নবীন অফিসারদের উদ্দেশ্যে বলেন, ফায়ার সার্ভিসের দক্ষতা বৃদ্ধিতে ও অলি গলিতে এ সেবা পৌঁছে দিতে মোটরসাইকেলসহ বিশেষ আধুনিক যানবাহন যুক্ত করা হয়েছে। এছাড়াও আধূনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনের যে কো দূর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। এখন থেকে এই সেবার কর্মযোজ্ঞ্যে আপনারাও সংযুক্ত হলেন। মানুষের জানমাল রক্ষা করাকে আপনাদের পবিত্র দায়িত্ব মনে করতে হবে।
নিজ নিজ কর্মস্থলে যোগদান করে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে। বুনিয়াদী প্রশিক্ষন সাফল্যের সাথে শেষ করলেও আমি মনে করি আজ থেকে আপনাদের প্রকৃত প্রশিক্ষন শুরু হবে। কিভাবে দূর্ঘটনা মোকাবিলা করতে হয়, কিভাবে দক্ষতার সাথে অগ্নিনির্বাপনের কৌশল কাজে লাগাতে হয়, কিভাবে বিধ্বস্ত ভবন থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার করা যায়, দক্ষ নেতৃত্ব প্রদানের মাধ্যমে একটি জটিল অপারেশনকে কিভাবে সহজ ও সাফল্যের সাথে পরিচালনা করতে হয়, এখন থেকে আপনারা তা হাতে কলমে শেখার সুযোগ পাবেন। আপনাদের প্রতিনিয়ত অনুশীলনের মধ্য দিয়ে একজন সত্তিকারের অগ্নিসেনা উদ্ধারকর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখতে হবে।
এসময় মন্ত্রী আরো বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখন বহুমাত্রিক সেবাকাজে নিয়োজিত। প্রতিনিয়ত দূর্যোগ ও দূর্ঘটনা চিত্র পরিবর্তিত হচ্ছে। বিদ্যমান দূর্ঘটনা গুলো নতুন নতুন চরিত্রে আবির্ভূত হচ্ছে আবার নতুন নতুন দূর্ঘটনাও যোগ হচ্ছে। দূর্যোগ প্রবন এই দেশে দূর্যোগ প্রশমনের জন্য যেমন কাজ করতে হবে, তেমনই উদ্ভাবনি বিবেচনা শক্তি দিয়ে সংগঠিত দূর্ঘটনার ক্ষয়-ক্ষতিকেও সীমিত রাখতে হবে। দেশের সব মহলের কাছে ফায়ার সার্ভিসের আস্থা গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ স্বরাষ্ট ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী ফায়ার সার্ভিস নির্বাচিত বিভিন্ন অবদানের জন্য তিনজন চৌকস অফিসারকে মেডেল পরিয়ে দেন। পরে নবনির্মিত মাল্টিপারপাস শেডের উদ্বোধন ও অধিদপ্তরে নতুন সংযোজিত গাড়ি পাম্প পরিদর্শন করেন।