নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারবাহক হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে গঠিত গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন ২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) মদনপুরে অবস্থিত শায়রা গার্ডেনে বনভোজনের জমকালো আয়োজন করা হয়। দেশের একদল গ্র্যাজুয়েশন করা শিক্ষিত শ্রেনীর সমন্বয়ে অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারবাহক হিসেবে গঠিত এই গ্র্যাজুয়েড ফাউন্ডেশন। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুযায়ী বনভোজনের আনুষ্ঠানিকতা ছিল হাস্যোজ্জ্বল ও মনোমুগ্ধকর। মাই টিভি এর সিনিয়র সম্পাদক ও গ্রাজুয়েট ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লার সভাপতিত্বে বনভোজনের সার্বিক কার্যাবলির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এই সময় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে একটি আলোচনা সভায় সমাজের সুশিক্ষিত বেকার ব্যাক্তিদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি সমাজের মাদকাসক্ত ব্যক্তিদের পূর্নবাসন এবং কিভাবে দেশের প্রতিটি প্রান্তে উচ্চশিক্ষিত বেকার ব্যাক্তিগণ এই ফাউন্ডেশনের আওতায় এসে দেশ ও জাতির উন্নয়নের বাহক হিসেবে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে সুপরিচিত করতে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মামুন মোল্লা বলেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশে দিন দিন শিক্ষিত মানুষের হার বাড়ছে কিন্তু তাদের মেধাকে সঠিকভাবে পরিচর্যা না করার কারনে মেধাশূন্য হয়ে পড়ছে। আমরা ও আমাদের এই উন্নয়মূলক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মেধাবী এই মানুষদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের মেধাকে দেশ উন্নয়নে ভূমিকায় অবদান চাই, যা হবে নি:স্বার্থ শুধুমাত্র মানবিকতাই হবে এর প্রধান উদ্দেশ্য।
এই সময় উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শাহিন, সাংবাদিক অনিক,সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক রুবেল খান, সাংবাদিক কামরুজ্জামান রানা, দুলাল হোসেন, বাদল হোসেন, আদুল্লাহ, আব্দুর রহিম, মোসলেউদ্দিন মোহন, নাজমুল ইসলামসহ প্রায় অর্ধশত সদস্যবৃন্দ ।