নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুম বিল্লাহ বলেছেন, যে ঘরে মাদকাসক্ত রয়েছে সে ঘরে দোযখের প্রয়োজন নেই। মাদক সর্বগ্রাসী। মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলের আন্তরিকতা যেমন প্রয়োজন তেমনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার ৭ মার্চ বিকেল ৩ টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ভান্ডারীপুল এলাকায় মাদকের অপব্যবহার, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম। তিনি বলেন মাদক বিক্রেতা ও সেবীদের কোন ছাড় দেয়া হবে না। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এখন থেকে সরকারি চাকরি করতে গেলে ড্রপটেস্ট করতে হবে। মাদক গ্রহণ করলে ড্রপটেস্টে ধরা পরলে তার আর চাকরি হবে না। সর্বগ্রাসী মাদক থেকে সকলকে দুরে থাকতে হবে, জীবনকে ভালবাসতে হবে। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর শাহীন শাহ পারভেজ বলেন, রাঘব বোয়াল বলতে কোন শব্দ নেই। মাদক ব্যাবসায়ী যত শক্তিশালী ও বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসবোই। মাদক বিরোধী সামাজিক আন্দোলনের কর্মীদের কোন রকম হয়রানি করলে মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার এবং উদ্ধুদ্ধকরণ কার্যক্রমের আওতায় মাদকের অপব্যবহার, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া। আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলা হোসেন আলা, মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মঞ্জুর হোসেন মঞ্জিল, সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন (সানী) প্রমুখ। উক্ত আলোচনা সভাটি দক্ষিণ কদমতলি এলাকার তরুন সমাজ সর্বিক সহযোগিতা করেন।