বিএনপি থেকে পদত্যাগ করলেন শাহ আলম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহ আলম। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় রাজনৈতিক প্রসঙ্গে শাহ আলম বলেন, দেশের বাহিরে চিকিৎসাধীন অবস্থায় গত সেপ্টেম্বরে রাজধানীর বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে ১১ মামলা দায়ের করা হয়েছে। যা খুবই দু:খজনক। সম্প্রতি এই বিষয়ে অবগত হয়ে উচ্চ আদালত থেকে নাশকতার ওই মামলা থেকে জামিন পেয়েছি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ জানান, শাহআলম পদত্যাগ করেছেন জেলা ও থানা বিএনপির পদ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে তিনি এখনও বহাল রয়েছেন।

শাহ আলমের তিন সন্তানসহ পরিবার দেশের বাহিরে থাকেন। সন্তানদের সময় দিতে ও ব্যবসায়ীক কাজে বেশীর ভাগ সময় দেশের বাহিরে থাকা হয় শাহআলমের। এছাড়াও ঠিক মত রাজনীতির কাজে তিনি সময় দিতে না পারায় এ পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মোহাম্মদ শাহ আলম আওয়ামীলীগের প্রার্থী শাহারা বেগম কবরীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুই হাজার একশ ভোটের ব্যবধানে পরাজিত হন।

add-content

আরও খবর

পঠিত