নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিয়ে করেছেন হিরো আলম। রোববার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। ওই স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন, আমার বউ।
বিয়ের বিষয়ে হিরো আলম বলেন, (কথা বলা নিষেধ) এই নামে শর্ট ফিল্মে অভিনয় করেছি। শর্ট ফিল্মটিতে আমি একজন তোতলা হিসেবে দেখা যাবে। আর ওই তরুণী বোবা এর চরিত্রে অভিনয় করেন। শর্ট ফিল্মটি ২৭ নভেম্বর ২০১৮ সালে মুক্তি পেয়েছে।ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে আলোচিত হিরো আলম ২০১৮ এর শেষের দিকে বেশ আলোচনায় ছিলেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করে বেশ আলোচনায় আসেন তিনি। একের পর এক বিভিন্ন ঘটনার জন্ম দেয়া এই হিরো আলম সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন। এর পর থেকে হিরো আলম আবারও আলোচনায় আসেন।
এছাড়া পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ড দগ্ধ হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন হিরো আলম। সেই সঙ্গে বিত্তবানদেরকে অসহায় মানুষের পাঁশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।