নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পুরান ঢাকার আরেকটি ভয়াবহ ট্রাজেডির সাক্ষী হলো বিশ্ববাসী। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে অন্তত ৮১টি তাজা প্রাণ। দগ্ধ হয়েছেন আরো অর্ধশত মানুষ। খাবারের হোটেল, বাসাবাড়ির মানুষের পাশাপাশি পুড়ে মরেছে রাস্তার মানুষও। এই ট্রাজেডি কাঁদছে গোটা দেশের মানুষ।
পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ রেশ কাটতে না–কাটতেই এবার চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখিলের মোলভীবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ি ও দোকান। এতে অনেক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত গ্যাসের চুলা থেকে ঘটেছে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাও সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবী, আগুন লাগার পর স্থানীয়রা পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ করে।
এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।