নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্যাটেলাইট টেলিভিশন -এ টি এন বাংলা- এর প্রধান নির্বাহী সম্পাদক জ-ই-মামুন বলেছেন, -বাংলা ভাষা- কেউ এসে আমাদের উপহার দিয়ে যায়নি, বহু আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা পেয়েছি। তারই ধারাবাহিকতায় ৭১-এ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি। ৫২তে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্ম ত্যাগের কারণেই তৎকালীন সময়ে পাকিস্তানিরা পিছু হটেছিল। তাই বলছি বাংলা ভাষা সহজে আমাদের কাছে আসেনি।
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি করে পড়তে হবে, ভাষাকে ভালোবাসতে হবে। তবেই বাংলাকে আমরা অন্তরে ধারন করতে পারব। ২০ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জে ভুইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জ-ই-মামুন এসব কথা বলেন।
তিনি বলেন, একজন মানুষের শ্রেষ্ঠ সময় হচ্ছে তার স্কুল জীবন। এর চেয়ে সুন্দর আর আনন্দের জীবন আর আসবে না। তাই আমরা বাংলা ভাষাকে এখন থেকেই ধারন করবো। সম্মান করবো। জীবনের তাগিদে হরেক রকমের ভাষা হয়তো আমরা ব্যবহার করি, কিন্তু মনে রাখতে হবে বাংলা আমার প্রাণ।
বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদ এর ব্যাবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কবি ও লেখক মুজিবুল হক কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। আলোচনা অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধক সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন।