নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দশম দিনে ১০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সাধারণ শিক্ষাবোর্ডে ৯৬ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, দশম দিনে এসএসসি পরীক্ষার বিষয় ছিলো সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এবং ফিন্যান্স ব্যাংকিং, মাদরাসা পরীক্ষা বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান (অনিয়মিত), শারীরিক শিক্ষা,স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধূলা (অনিয়মিত) এবং কারিগরি বোর্ডে ধর্ম ও নৈতিক শিক্ষা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্কুল সাটর্ফিকেট কারিগরি ও দাখিল পরীক্ষায় মোট উপস্থিত ছিল ২৮ হাজার ২১৩ জন এবং মোট অনুপস্থিত ছিল ১০৭ জন পরীক্ষার্থী।
এর মধ্যে সাধারণ শিক্ষায় এসএসসি পরীক্ষায় ২৬ হাজার ৯৫৯ জন এবং অনুপস্থিত ৯৬ জন, দাখিল পরীক্ষায় উপস্থিত ছিল ৯০ জন ও অনুপস্থিত ছিল ১ জন এবং কারিগরি পরীক্ষায় উপস্থিত ১ হাজার ১৬৪ ও অনুপস্থিত ছিল ১০ জন পরীক্ষার্থী।
উল্লেখ, এবার নারায়ণগঞ্জ জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪০টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ১শ ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ১শ ৭৭ জন, দাখিলে ২ হাজার ৬শ ৮১ জন এবং ভোকেশনালে ১ হাজার ২শ ৪৭ জন পরীক্ষার্থী ।