কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

শহরে ঘুরে দেখা গেছে, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামন্ডপসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। নানা আলোক সজ্জায় ঝলমল ছিলো পূজা প্রাঙ্গন।

এ উপলক্ষে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে।  শহরের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

এদিকে রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামরুপেও অনুরূপ অনুষ্ঠানমালা হয়েছে। সকালে প্রতিমা স্থাপনের পর পূজা শেষে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। দুপুরে প্রসাদ বিতরণের পর সন্ধ্যায় আরতির আয়োজন করা হয়।

add-content

আরও খবর

পঠিত