নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পর নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার (১০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পৌঁছানোর পর হুইল চেয়ারে করে তিনি সংসদে প্রবেশ করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ২২ টি আসনে জয়লাভ করে বিরোধী দল গঠন করে। দলের নির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নিলেও অসুস্থতার কারণে এরশাদ শপথ নিতে পারেননি। পরে ৬ জানুয়ারি তিনি শপথ নেন।
এরপর ৩০ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসলেও অসুস্থতার কারণে এরশাদ যোগ দিতে পারেননি। মাঝখানে তিনি অসুস্থতার জন্য চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর গিয়ে তারপর ফিরে এসেছেন দেশে।