মানবপাচারকারী জোছনার রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহপরিচারিকার কাজের প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী জোছনার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মানব পাচারকারী জোছনাকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের দীর্ঘ শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।  আসামী জোসনা বন্দর উপজেলা দক্ষিণ কলাপাড়া এলাকার রাজুর স্ত্রী।

মামলার বিবরণীতে জানা গেছে, আসামী জোছনা মানব পাচারকারী চক্রের একজন সদস্য। এর আগে জোসনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও পাওয়া গেছে। আর এ অভিযোগের অভিযোগের ভিত্তিত্বে র‌্যাব জোছনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও জোছনার সাথে স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন  ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততা রয়েছে ।

add-content

আরও খবর

পঠিত