নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পঞ্চম বারের মতো বাংলাদেশ পুলিশের সম্মানজনক পুলিশ পদক পেলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। গতকাল সকালে পুলিশ সপ্তাহের প্রথম দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক প্রাপ্ত অন্যান্যদের সঙ্গে এসপি হারুনকে নিজ হাতে মেডেল পরিয়ে দেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম (সেবা) পুরস্কার পেলেন তিনি। এই নিয়ে তিনি পরপর তিনবার বাংলাদেশ পুলিশের সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেলেন।
এছাড়া দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক লাভ করেন। এবার নিয়ে পঞ্চম বারের মতো পুলিশ পদক পেলেন তিনি। ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ৩৪৭ জন সদস্য ও দুই নিহত পুলিশের পরিবারকে বাংলাদেশ পুলিশ মেডেল-বিপিএম, বিপিএম-সেবা, প্রেসিডেন্ট পুলিশ পদক-পিপিএম ও পিপিএম-সেবা পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে পুলিশ সুপার হারুন অর রশীদের সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ অভিনন্দন জ্ঞাপন করেছেন।