আড়াইহাজারে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু সার্ভিসটি উদ্বোধন করেন।  এতে প্রায় ১৮ থেকে ২০ হাজার যাত্রীর ভোগান্তি লাঘুব হলো। বিশ্বনন্দী ফেরিঘাট থেকে গুলিস্তানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০টাকা।

এমপি বাবু বলেন, আড়াইহাজারবাসীর পরিবহন সংকট দূর হয়েছে। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত স্তবায়ন করা হবে। আওয়ামী লীগ সরকার আছে বলেই জনগণের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকা আমি ধরে রাখব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, বিশ্বনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত