বন্দরে ভাষা সৈনিক ইউনুছ খানের মৃত্যুতে এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি ও স্বদেশ আমার পত্রিকার সম্পাদক খান সোহেলের পিতা ইউনুছ খান আর নেই। ইন্নালি——–রাজিউন। ২৮ জানুয়ারী রাত ১০টা ৩০মিনিটে তিনি নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।  ২৯ জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর বন্দর কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমা কে দেখে মরহুমের মেয়ে মহিলালীগনেত্রী ইসরাত জাহান খান স্মৃতি কান্নায় ভেঙ্গে পড়েন। শামীম ওসমান মাথায় হাত বুলিয়ে শান্থ্যনা প্রদান করেন ও মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ, আওয়ামী লীগনেতা শহিদুল হাসান মৃধা, আমিনুল ইসলাম, শাহালম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসির, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, আ: আজিজ, জব্বর সরদার, নাজিম মাষ্টার, শফিউদ্দিন, এমএ খসরু, গিয়াস উদ্দিন খান, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আহ্বায়ক শেখ কামাল, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, আ: রশিদ কন্ট্রাক্টর, যুবলীগনেতা আলী হোসেন, সালাউদ্দিন, সামসুল হাসান, আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত