সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের সাইলোরোড ট্রাক কাভারভ্যান মালিক সমিতি কার্যালয়ের সামনে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টানের আয়োজন করা হয়।

কর্মশালায় চালক ও হেলপারদের উদ্দেশ্য করে বলা হয়, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। তাছাড়া কোনো গাড়ি চালানোর পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ওই যানবাহনের কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা। সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হন সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ চন্দ্র সাহা, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই মো. শরীফ-উল-ইসলাম, টিআই মো. জিয়াউল করিম, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, উপদেষ্টা এস এম নিজামউদ্দিন, সহ-সভাপতি হাজী মো. মুক্তার হোসেন ও সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার, আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সভাপতি আলহাজ্ব মো. কবির হোসেন, শ্রমিক নেতা হাজী নুরুল ইসলাম, মো. নায়েব আলী, মো. ইউনুছ মিয়া, নূর নবী,  রফিকুল ইসলাম রতন, মো. ফরহাদ হোসেন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত